গৌরী রানী কথা
বাদল দিনে মনে পড়ে
গৌরী রানীর কথা,
আমার গ্রামে ছোট্ট ঘরে
থাকত সে যে একা।
চোখের ভাষায় বলত কথা
মুখে সদাই হাসি,
গৌরী রানীর কষ্টের কথা
জানত গ্রামবাসী।
আপনজন কেউছিল না
ত্রিভুবনে তাঁর,
গৌরী রানীর জীবন জুড়ে
নামে অন্ধকার।
পরের বাড়ি কাজ করে
কাটত সারাবেলা,
গৌরী রানী অনাহারে
থাকত রাতের বেলা।
পুকুর ঘাটে গৌরী রানীর
রুপের বাহার দেখে,
চোখ পড়ে এক হানাদারের
কামনার বশে।
বাদল দিনে নরপশু
ঢুকল গৌরীর ঘরে,
বিবস্ত্র হলো গৌরী
লজ্জা নিল কেড়ে।
আমার দেশের লক্ষ গৌরীর
খবর কজন রাখে
গৌরী রানীর জীবন চলে
অবহেলার মাঝে।
পরদেশে যাবে না গৌরী
থাকবেই আমার দেশে,
নরপশুদের বিচার যদি
হয় বাংলাদেশে।।
কৃষকের বউ হরিবালা
দেখ না তোরা আমায় চেয়ে
আমার মুখের হাঁসি,
কাদা মাটি জল আমার গায়ে
কত সুখে আছি।
সকাল থেকে সন্ধা অবধি
থাকি আমি মাঠে,
কেউ নেয় না খোঁজ আমার
একটা দিনের মাঝে।
আমার শ্রমের পাকা ধান
উঠে ঐ মালিকের ঘরে,
ঘরে আমার হাহাকার
সারাটি জীবনধরে।
মাথার উপর আকাশ আমার
মনের কথা বলি,
মা বাবা নেই যে আমার
একলা পথে চলি।
রাতের বেলা খিদের জ্বালা
পারি না যে সইতে,
কেউ বলে না মিষ্টি কথা
একটু ভালোবেসে।
ধন সম্পদ বাড়ি গাড়ি
নেই যে আমার কিছু ,
হরিবালা নাম আমার
আমি কৃষকের বধু।
ভাঙ্গা গড়ার জীবন আমার
অন্ধকারের খেলা,
তবু আমি বেঁচে আছি
আমি হরিবালা।
বাবার আদর
কাঁদিস নে মা ওমন করে
থাকবি আমার ঘরে,
আর দেব না যেতে তোকে
নষ্ট ছেলের ঘরে।
বাবার স্নেহ, মায়ের আদর
কেউ দিল না তোকে,
ওরা যে তোর অমানুষ
বুঝলি না যে আগে।
অত কষ্ট সইলি কেন?
মুখ বুঝে তুই বল,
ওদের তুই আপন ভেবে
করলি মোদের পর।
সোনামনি পুতুল আমার
আয়না মাগো বুকে,
রাখবো তোকে রানী করে
আমার হৃদয় মাঝে।।
পরদেশ
মাগো তুই বলিস না আর
পরদেশে যেতে,
থাকব আমি তোরই বুকে
শান্তিতে মহা সুখে।।
পরদেশে নেই যে মা
আপন জনের ছোঁয়া
সংস্কৃতির ভিন্ন রং
মন করে উতলা।
কত ত্যাগের বিনিময়ে
এল স্বাধীনতা,
তবু আমরা ভুলে যাই
বাংলা ভাষার কথা।
আমার দেশের সোনার ছেলে
যায় পরদেশে
কিসের অভাব বলতো মা?
আমার বাংলাদেশে।।
অপেক্ষা
সব ছুটি যে শেষ হলো আজ
এবার আমার পালা,
খোকা কেন আসে না কাছে
আমি যে একেলা।
সত্যি করে বল না খোকা
কবে আসবি ঘরে?
আমি আছি পথ চেয়ে তোর
রাতের অন্ধকারে।
জানিস খোকা এখন আমার
বড়ই একা লাগে,
কেউ নেয়না খোঁজ আমার
চার দেওয়ালের মাঝে।
ছোটবেলায় ঘুমের ঘোরে
থাকতি আমার বুকে,
বলতি বাবা যেওনা ছেড়ে
আমায় একা রেখে।
মানিক আমার সোনা আমার
আয়না আমার বুকে,
রাখবো তোকে যতন করে
আমার হৃদয় মাঝে।
সিলেট, ১৫-০৫-২০২৪