ঢাকা, বাংলাদেশ  |  বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪



  বিভাগ : সাহিত্য তারিখ : ১৫-০৫-২০২৪  


একগুচ্ছ কবিতা


  জয়শ্রী মোহন তালুকদার



 

 

গৌরী রানী কথা

বাদল দিনে মনে পড়ে
গৌরী রানীর কথা,
আমার গ্রামে ছোট্ট  ঘরে
থাকত সে যে একা।
 
চোখের ভাষায় বলত কথা
মুখে সদাই হাসি,
গৌরী রানীর কষ্টের কথা
জানত গ্রামবাসী।

আপনজন কেউছিল না
ত্রিভুবনে তাঁর,
গৌরী রানীর জীবন জুড়ে
নামে অন্ধকার।

পরের বাড়ি কাজ করে
কাটত সারাবেলা,
গৌরী রানী অনাহারে
 থাকত রাতের বেলা।

পুকুর ঘাটে গৌরী রানীর
রুপের বাহার দেখে,
চোখ পড়ে এক হানাদারের
কামনার বশে।

বাদল দিনে নরপশু
ঢুকল গৌরীর ঘরে,
বিবস্ত্র হলো গৌরী
লজ্জা নিল কেড়ে।

আমার দেশের লক্ষ গৌরীর
খবর কজন রাখে
গৌরী রানীর জীবন চলে
অবহেলার মাঝে।

পরদেশে যাবে না গৌরী
থাকবেই আমার দেশে,
নরপশুদের বিচার যদি
হয় বাংলাদেশে।।




কৃষকের বউ হরিবালা

দেখ না তোরা আমায় চেয়ে  
আমার মুখের হাঁসি,
কাদা মাটি জল আমার গায়ে
কত সুখে আছি।

সকাল থেকে সন্ধা অবধি
থাকি আমি মাঠে,
কেউ নেয় না খোঁজ আমার
একটা দিনের মাঝে।

আমার শ্রমের পাকা ধান
উঠে ঐ মালিকের ঘরে,
ঘরে আমার হাহাকার
সারাটি জীবনধরে।

মাথার উপর আকাশ আমার
মনের কথা বলি,
মা বাবা নেই যে আমার  
একলা পথে চলি।

রাতের বেলা খিদের জ্বালা
পারি না যে সইতে,
কেউ বলে না মিষ্টি কথা
একটু ভালোবেসে।

ধন সম্পদ বাড়ি গাড়ি
নেই যে আমার কিছু ,
হরিবালা নাম আমার
আমি কৃষকের বধু।

ভাঙ্গা গড়ার জীবন আমার  
অন্ধকারের খেলা,
তবু আমি বেঁচে  আছি
আমি হরিবালা।




বাবার আদর

কাঁদিস নে মা ওমন করে
থাকবি আমার ঘরে,
আর দেব না যেতে তোকে
নষ্ট ছেলের ঘরে।

বাবার স্নেহ, মায়ের আদর
কেউ দিল না তোকে,
ওরা যে তোর অমানুষ
বুঝলি না যে আগে।

অত কষ্ট সইলি কেন?
মুখ বুঝে তুই বল,
ওদের তুই আপন ভেবে
করলি মোদের পর।

সোনামনি পুতুল আমার
আয়না মাগো বুকে,
রাখবো তোকে রানী করে
আমার হৃদয়  মাঝে।।

 



পরদেশ

মাগো তুই বলিস না আর
পরদেশে যেতে,
থাকব আমি তোরই বুকে
শান্তিতে মহা সুখে।।

পরদেশে নেই যে মা
আপন জনের ছোঁয়া
সংস্কৃতির ভিন্ন রং
মন করে উতলা।

কত ত্যাগের বিনিময়ে
এল স্বাধীনতা,
তবু আমরা ভুলে যাই
বাংলা ভাষার কথা।

আমার দেশের সোনার ছেলে
যায় পরদেশে
কিসের অভাব বলতো মা?
আমার বাংলাদেশে।।

 



অপেক্ষা

সব ছুটি যে শেষ হলো আজ
এবার আমার পালা,
খোকা কেন আসে না কাছে
আমি যে একেলা।

সত্যি করে বল না খোকা
কবে আসবি ঘরে?
আমি আছি পথ চেয়ে তোর
রাতের অন্ধকারে।

জানিস খোকা এখন আমার
বড়ই একা লাগে,
কেউ নেয়না খোঁজ আমার
চার দেওয়ালের মাঝে।

ছোটবেলায় ঘুমের ঘোরে
থাকতি আমার বুকে,
বলতি বাবা যেওনা ছেড়ে
আমায় একা রেখে।

মানিক আমার সোনা আমার
আয়না আমার বুকে,
রাখবো তোকে যতন করে
আমার হৃদয় মাঝে।

সিলেট, ১৫-০৫-২০২৪


 নিউজটি পড়া হয়েছে ১৯৫ বার  






 

সাহিত্য

‘জার্মানির যত সূর্যকন্যা: হিলডেগার্ড ফন বিঙ্গেন থেকে ফ্রেডেরিকে অটো’

শিক্ষা

কথা দিলাম

জাকিয়া রহমানের কবিতা: সমাজ ও সমকালের দর্পণ

জাকিয়া রহমানের একগুচ্ছ কবিতা

বিটবুর্গ রহস্য-৩

বিটবুর্গ রহস্য-২

বিটবুর্গ রহস্য-১

আস্ট্রিদের পিপ্পি ও সুইডিশ-বাংলাদেশ দ্বিপাক্ষিক সম্পর্ক

সময়

সাহিত্য বিভাগের আরো খবর






সম্পাদকমণ্ডলীর সভাপতি:
আবদুল্লাহ আল হারুন
প্রধান সম্পাদক:
আসিফ হাসান নবী

সম্পাদক ও প্রকাশক:
মো. জিয়াউল হক
বিশেষ সংবাদদাতা:
র‌বিউল ইসলাম সো‌হেল

আমাদের মানচিত্র

ঠিকানা: দেওয়ান কমপ্লেক্স (৩য় তলা), ৬০/ই/১, পুরানা পল্টন, ঢাকা-১০০০
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
কক্ষ নং ১৪/সি, নোয়াখালি টাওয়ার (১৪ তলা), ৫৫-বি, পুরানা পল্টন, ঢাকা-১০০০

ফোন: ০১৯১৪-৭৩৫৮৫৮, ০১৯১৪-৮৭৫৬৪০
ইমেইল: info@amadermanchitra.news, amadermanchitrabd@gmail.com

Location Map
Copyright © 2012-2024
All rights reserved

design & developed by
corporate work