ঢাকা, বাংলাদেশ  |  শনিবার, ২৪ মে ২০২৫



  বিভাগ : জাতীয় তারিখ : ০৪-০৫-২০২৫  


বারডেম জেনারেল হাসপাতালে অফিসার্স ক্যান্টিনের উদ্বোধন


  মানচিত্র প্রতিবেদন



মানচিত্র প্রতিবেদন: বারডেম জেনারেল হাসপাতালে গত ৩ মে শনিবার এক আনন্দঘন পরিবেশে নবনির্মিত অফিসার্স ক্যান্টিনের উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ ডায়াবেটিক সমিতির সভাপতি ও জাতীয় অধ্যাপক ডা. এ কে আজাদ খান প্রধান অতিথি হিসেবে এই আধুনিক ক্যাফেটেরিয়ার উদ্বোধন করেন। অনুষ্ঠানে বারডেম জেনারেল হাসপাতালের সর্বস্তরের কর্মকর্তা ও পরিচালকবৃন্দ অংশগ্রহণ করেন।

প্রধান অতিথির বক্তব্যে জাতীয় অধ্যাপক ডা. এ কে আজাদ খান বলেন, "বারডেম শুধু একটি হাসপাতাল নয়, এটি একটি পরিবার। এই ক্যান্টিন আমাদের সেই পারিবারিক বন্ধনকে আরও সুদৃঢ় করবে। কর্মব্যস্ততার মাঝে সহকর্মীদের সাথে কিছুটা সময় কাটানো এবং স্বাস্থ্যসম্মত খাবার গ্রহণের সুযোগ সকলের কর্মস্পৃহা বৃদ্ধি করবে।"

বারডেম জেনারেল হাসপাতালের মহাপরিচালক অধ্যাপক মির্জা মাহাবুবুল হাসান তাঁর বক্তব্যে বলেন, "আমরা দীর্ঘদিন ধরে একটি আধুনিক অফিসার্স ক্যান্টিনের প্রয়োজনীয়তা অনুভব করছিলাম। আজ সেই স্বপ্ন বাস্তবায়িত হলো। এই ক্যান্টিন শুধুমাত্র হাসপাতালের কর্মকর্তা-কর্মচারীদের জন্য একটি আরামদায়ক স্থানই নয়, এটি পারস্পরিক যোগাযোগের একটি গুরুত্বপূর্ণ কেন্দ্র হিসেবেও কাজ করবে।" অন্য পরিচালকবৃন্দও ক্যান্টিনটির আধুনিক সুযোগ-সুবিধা এবং মনোরম পরিবেশের প্রশংসা করেন। তাঁরা আশা প্রকাশ করেন যে, এই ক্যান্টিন হাসপাতালের কর্মপরিবেশে ইতিবাচক পরিবর্তন আনবে।

উল্লেখ্য নবনির্মিত এই অফিসার্স ক্যান্টিনে স্বাস্থ্যকর ও রুচিকর খাবারের পাশাপাশি আরামদায়ক বসার ব্যবস্থা রয়েছে। আধুনিক স্থাপত্যশৈলীতে নির্মিত এই ক্যান্টিনটি অল্প সময়ের মধ্যেই সকলের কাছে একটি প্রিয় মিলনকেন্দ্রে পরিণত হবে বলে আশা প্রকাশ করেছে বারডেমের সাথে সংশ্লিষ্ট সকলে।

 


 নিউজটি পড়া হয়েছে ৫২ বার  






 

জাতীয়

‘ব্রেভ অফ হার্ট’: মুক্তিযুদ্ধের এক অনন্য দলিল

জার্মানিতে বাংলাদেশীদের একটি অধ্যায় ও আমাদের জাতীয় সঙ্গীত বিতর্ক

দুইবারের বেশি কেউ প্রধানমন্ত্রী থাকতে পারবেন না

মাঙ্কিপক্স ঝুঁকিতে বাংলাদেশ

ড. ইউনূসকে নিয়ে কিছু কথা

প্রবাসে আওয়ামী ঠিকাদার

রাষ্ট্রপতির নির্দেশে বেগম খালেদা জিয়াকে মুক্তির নির্দেশ

ব্রাহমা জাতের গরুর দাম হাঁকা হচ্ছে ৫০ লাখ টাকা

ঢাকাস্থ ভোলা জার্নালিস্টস ফোরামের সভাপতি রুমেন ও সাধারণ সম্পাদক পরশ

নির্বাচন ২০২৪!

জাতীয় বিভাগের আরো খবর






সম্পাদকমণ্ডলীর সভাপতি:
আবদুল্লাহ আল হারুন
প্রধান সম্পাদক:
আসিফ হাসান নবী

সম্পাদক ও প্রকাশক:
মো. জিয়াউল হক
বিশেষ সংবাদদাতা:
র‌বিউল ইসলাম সো‌হেল

আমাদের মানচিত্র

ঠিকানা: দেওয়ান কমপ্লেক্স (৩য় তলা), ৬০/ই/১, পুরানা পল্টন, ঢাকা-১০০০
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
কক্ষ নং ১৪/সি, নোয়াখালি টাওয়ার (১৪ তলা), ৫৫-বি, পুরানা পল্টন, ঢাকা-১০০০

ফোন: ০১৯১৪-৭৩৫৮৫৮, ০১৯১৪-৮৭৫৬৪০
ইমেইল: info@amadermanchitra.news, amadermanchitrabd@gmail.com

Location Map
Copyright © 2012-2025
All rights reserved

design & developed by
corporate work