ঢাকা, বাংলাদেশ  |  বৃহস্পতিবার, ৩ এপ্রিল ২০২৫



  বিভাগ : আন্তর্জাতিক তারিখ : ০৫-০৩-২০১৯  


ভারত ও তুরস্কের জিএসপি সুবিধা বাতিল করছে যুক্তরাষ্ট্র


  মানচিত্র ডেস্ক



যুক্তরাষ্ট্রের বাজারে ভারত ও তুরস্কের জিএসপি সুবিধা বাতিল করেছে যুক্তরাষ্ট্র। বিনা শুল্কে পণ্যের প্রবেশের যেসব মানদণ্ড রয়েছে তা নিশ্চিত করতে ব্যর্থ হয়েছে ভারত, আর অপেক্ষাকৃত অর্থনৈতিকভাবে উন্নত হওয়ায় তুরষ্ক আর এ সুবিধা পাওয়ার যোগ্য নয়। ফলে পণ্য রফতানিতে দেশ দু'টিকে দেয়া অগ্রাধিকারমূলক বাজার সুবিধা (জিএসপি) প্রত্যাহার করে নেয়ার পরিকল্পনা করেছে যুক্তরাষ্ট্র। দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প একথা বলেছেন। মানদণ্ড পূরণে ব্যর্থ হওয়ায় তুরস্ককে দেয়া অগ্রাধিকারমূলক বাজার সুবিধাও প্রত্যাহার করে নেয়ার ঘোষণা দেয়া হয়েছে। অনৈতিক বাণিজ্য সুবিধা ঠেকানোর অংশ হিসেবে যুক্তরাষ্ট্র এই পদক্ষেপ নিচ্ছে বলে জানা গেছে। যুক্তরাষ্ট্রের বাণিজ্য ঘাটতি হ্রাসের অঙ্গীকার করেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একই সঙ্গে ভারতের পণ্যের ওপর অতিরিক্ত শুল্ক আরোপের ইঙ্গিত দিয়েছেন তিনি। কংগ্রেসের কাছে লেখা এক চিঠিতে মার্কিন এই প্রেসিডেন্ট বলেছেন, ভারতের বাজারে যুক্তরাষ্ট্রের পণ্যের যৌক্তিক ও ন্যায়সঙ্গত প্রবেশাধিকার নিশ্চিত করতে পারেনি নয়াদিল্লি।
এর ফলে তিনি যুক্তরাষ্ট্রের বাণিজ্য প্রতিনিধি (ইউএসটিআর) কার্যালয়কে অগ্রাধিকারমূলক বাণিজ্য সুবিধা কর্মসূচির তালিকা থেকে ভারতের নাম মুছে ফেলার নির্দেশ দিয়েছেন।
কংগ্রেসের কাছে পাঠানো চিঠিতে ডোনাল্ড ট্রাম্প বলেছেন, আমি এই ব্যবস্থা নিতে যাচ্ছি, কারণ ভারত এবং যুক্তরাষ্ট্র সরকারের নিবিড় সম্পর্কের মধ্যে ভারতের বাজারে আমাদের পণ্য যৌক্তিক প্রবেশ করবে এমন নিশ্চয়তা দিতে পারেনি দেশটি।
তুরস্কের পণ্যের ক্ষেত্রেও দেয়া এই সুবিধা প্রত্যাহার করে নেয়ার সিদ্ধান্ত নিয়েছে যুক্তরাষ্ট্র। এর পেছনে কারণ হিসেবে বলা হয়েছে, দেশটি অর্থনৈতিকভাবে অনেক উন্নত হওয়ায় জিএসপির সুবিধা পাওয়ার যোগ্যতা রাখে না।
কংগ্রেসের পক্ষ থেকে ভারত এবং তুরস্ক সরকারকে এ ব্যাপারে আনুষ্ঠানিকভাবে অবহিত করার পর জিএসপি সুবিধা বাতিল হবে। তবে এতে সময় লাগবে কমপক্ষে ৬০ দিন।
সূত্র : বিবিসি


 নিউজটি পড়া হয়েছে ১৭০১ বার  






 

আন্তর্জাতিক

পাকিস্তান নিয়ে সাবেক সিআইএ প্রধানের বিশ্লেষণ

কমেছে যুবরাজ সালমানের ক্ষমতা!

ট্রাম্পের জরুরি অবস্থা জারি

সৌদি নারীদের ইউরোপে পালানোর নেপথ্যে...

২০৫০ বছর পর খোঁজ মিললো ক্লিওপেট্রা’র সমাধিস্থলের!

মহারাষ্ট্রে ওয়েটার পদে আবেদন ৭ হাজার, বেশির ভাগই স্নাতক

সৌদি নারীদের প্রথম পছন্দ বাংলাদেশি পুরুষ!

শক্তিশালী হলো বাংলাদেশের পাসপোর্ট

রেমন্ড'র ক্ষমতা নিয়ে বাপ-ছেলের যুদ্ধ: বাণিজ্য ব্যাহত হওয়ার শঙ্কা

আরাকান থেকে পালাচ্ছে রাখাইনরা

আন্তর্জাতিক বিভাগের আরো খবর






সম্পাদকমণ্ডলীর সভাপতি:
আবদুল্লাহ আল হারুন
প্রধান সম্পাদক:
আসিফ হাসান নবী

সম্পাদক ও প্রকাশক:
মো. জিয়াউল হক
বিশেষ সংবাদদাতা:
র‌বিউল ইসলাম সো‌হেল

আমাদের মানচিত্র

ঠিকানা: দেওয়ান কমপ্লেক্স (৩য় তলা), ৬০/ই/১, পুরানা পল্টন, ঢাকা-১০০০
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
কক্ষ নং ১৪/সি, নোয়াখালি টাওয়ার (১৪ তলা), ৫৫-বি, পুরানা পল্টন, ঢাকা-১০০০

ফোন: ০১৯১৪-৭৩৫৮৫৮, ০১৯১৪-৮৭৫৬৪০
ইমেইল: info@amadermanchitra.news, amadermanchitrabd@gmail.com

Location Map
Copyright © 2012-2025
All rights reserved

design & developed by
corporate work