ঢাকা, বাংলাদেশ  |  বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪



  বিভাগ : অর্থ ও বানিজ্য তারিখ : ৩০-০৩-২০১৯  


সৈয়দ আলমগীর হলেন ‘দ্য মার্কেটিং সুপারস্টার’


  মানচিত্র ডেস্ক



প্রথমবারের মতো অনুষ্ঠিত চ্যানেল আই বাংলাদেশ ব্র্যান্ড ফোরাম মার্কেটিং সুপারস্টার অ্যাওয়ার্ড সম্মাননা প্রদান করা হয়েছে। এই পুরস্কার পেলেন মার্কেটিং বিশেষজ্ঞ সৈয়দ আলমগীর। তিনি এসিআই কনজ্যুমার ব্র্যান্ডস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক হিসেবে দায়িত্বরত। গত ২৮ মার্চ ঢাকার ওয়েস্টিন হোটেলে এক জমকালো আয়োজনের মাধ্যমে সৈয়দ আলমগীরের হাতে এই বিশেষ সম্মাননা তুলে দেয়া হয়। তার হাতে সম্মাননা পদক তুলে দেন চ্যানেল আইয়ের ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগর এবং শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন।
এছাড়া সৈয়দ আলমগীরকে বিশেষ গাউন, ক্যাপ, সার্টিফিকেট এবং ফুলের তোড়া প্রদান করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন ইনস্টিটিউটের পরিচালক সৈয়দ ফারহাত আনোয়ার, টেলিকম বিশেষজ্ঞ মেহবুব চৌধুরী, চ্যানেল আই এর পরিচালক ও বার্তাপ্রধান শাইখ সিরাজ এবং বাংলাদেশ ব্র্যান্ড ফোরামের প্রতিষ্ঠাতা ও ব্যবস্থাপনা পরিচালক শরিফুল ইসলাম।
ব্যবসায়ীদের অবদানের জন্য সরকারি বেসরকারি অনেক স্বীকৃতি থাকলেও বাজারজাতকরণের মাধ্যমে যারা এই ব্যবসাক্ষেত্রকে ভোক্তা পর্যন্ত পৌঁছে দেন, তাদের জন্য নেই উল্লেখযোগ্য কোনো স্বীকৃতি। সেই ভাবনা থেকে বাংলাদেশে মার্কেটিং বা বাজারজাতকরণের পথপ্রদর্শক এবং কিংবদন্তীদের সম্মাননা জানানোর জন্য যৌথভাবে উদ্যোগ নিয়েছে শীর্ষস্থানীয় বেসরকারি টিভি প্রতিষ্ঠান চ্যানেল আই এবং ব্র্যান্ড-মার্কেটিং বিষয়ক শীর্ষ প্ল্যাটফর্ম বাংলাদেশ ব্র্যান্ড ফোরাম।
অর্থনীতি এবং সামাজিক অগ্রগতি ও উন্নয়নে সহায়তার ক্ষেত্রে মার্কেটিং ব্যবসায়ীদের জন্য সর্বদা একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। বাংলাদেশে আধুনিক বিপণনের বাস্তব ব্যবহার পরিলক্ষিত হয় ৮০’র দশকের শুরুতে। যা অনেকটা দীর্ঘপথ অতিক্রম করে বর্তমান রূপ লাভ করেছে। এর পেছনে উল্লেখযোগ্য অবদান রেখেছে সোশ্যাল মিডিয়া এবং ডিজিটাল প্ল্যাটফর্ম। যা আজকের বিপণন বিশ্বকে প্রভাবিত করে।
পরিবর্তনের এই মাহেন্দ্রক্ষণে অতি গুরুত্বপূর্ণ বিষয়টি হলো ডিজিটাল যুগের উন্নয়নের জন্য ঐতিহ্যগত বিপণন কৌশলগুলোর যথাযথ ব্যবহার। আর সেই লক্ষ্যে “চ্যানেল আই – বাংলাদেশ ব্র্যান্ড ফোরাম দ্য মার্কেটিং সুপারস্টার অ্যাওয়ার্ড” এর সম্মানিত জুড়ি বোর্ডের সদস্যদের মনোনয়নে এ বছরের অ্যাওয়ার্ডের জন্য নির্বাচিত হয়েছেন এসিআই কনজ্যুমার ব্র্যান্ডস এর ব্যবস্থাপনা পরিচালক স্বনামধন্য মার্কেটিং গুরু সৈয়দ আলমগীর ।
সৈয়দ আলমগীর ১৯৭৬ সালে তার ক্যারিয়ার শুরু করেন ফার্মাসিউটিক্যাল কোম্পানিতে, তৎকালীন মে এন্ড বেকার প্রতিষ্ঠানে। যা এখন সানোফি বাংলাদেশ নামে পরিচালিত।
সুদীর্ঘ ক্যারিয়ারে সৈয়দ আলমগীর দায়িত্ব পালন করেছেন বেশ কয়েকটি কোম্পানির গুরুত্বপূর্ণ পদে। সর্বশেষ ১৯৯৮ সালে তিনি এসিআই এর সঙ্গে যাত্রা শুরু করেন এবং দীর্ঘ দুই দশকে তিনি প্রতিষ্ঠানটিকে দেশের শীর্ষস্থানীয় ভোক্তাপণ্য উৎপাদনকারী হিসেবে প্রতিষ্ঠিত করেন।
তার দৃঢ় নেতৃত্বে এসিআই কনজ্যুমার ব্র্যান্ডস এর বিভিন্ন পণ্য দেশের সর্বস্তরের মানুষের কাছে সর্বাধিক গ্রহণযোগ্যতা লাভ করে। তার আবিষ্কৃত ১০০ ভাগ হালাল সাবান এর ভাবনা দেশের এমনকি বিশ্বের মার্কেটিং বিভাগকে তাক লাগিয়ে দেয়। প্রখ্যাত মার্কেটিং অধ্যাপক ফিলিপ কটলার তার প্রিন্সিপালস অফ মার্কেটিং বইয়ে জনাব আলমগীর এর হালাল সাবানের কৌশলকে কেইস স্টাডি হিসেবে অন্তর্ভুক্ত করেন।
সৌজন্যে: চ্যানেল আই


 নিউজটি পড়া হয়েছে ১২৯৩ বার  






 

অর্থ ও বানিজ্য

বাংলাদেশ ব্যাংক গভর্নরের কাছে ব্যাংকার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন বাংলাদেশ-এর আবেদন

যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর আর কে এগ্রো ফার্ম পরিদর্শন

গ্রামীণফোনের সিম বিক্রি বন্ধ হচ্ছে! জানালেন সিইও

বাংলাদেশে বিনিয়োগে ভারতের চেয়ে চীন এগিয়ে

মাথাপিছু আয় ১৯০৯ ডলার, জিডিপি ৮.১৩

আসছে নতুন ১০০ টাকার নোট

আবার বাড়ল সোনার দাম............................

অর্থনৈতিক স্বাধীনতায় ৭ ধাপ এগিয়েছে বাংলাদেশ

বাণিজ্য মেলায় প্রযুক্তিপণ্যে আকর্ষণীয় ডিসকাউন্ট

আইএমএফ’র ঋণ সন্ত্রাস

অর্থ ও বানিজ্য বিভাগের আরো খবর






সম্পাদকমণ্ডলীর সভাপতি:
আবদুল্লাহ আল হারুন
প্রধান সম্পাদক:
আসিফ হাসান নবী

সম্পাদক ও প্রকাশক:
মো. জিয়াউল হক
বিশেষ সংবাদদাতা:
র‌বিউল ইসলাম সো‌হেল

আমাদের মানচিত্র

ঠিকানা: দেওয়ান কমপ্লেক্স (৩য় তলা), ৬০/ই/১, পুরানা পল্টন, ঢাকা-১০০০
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
কক্ষ নং ১৪/সি, নোয়াখালি টাওয়ার (১৪ তলা), ৫৫-বি, পুরানা পল্টন, ঢাকা-১০০০

ফোন: ০১৯১৪-৭৩৫৮৫৮, ০১৯১৪-৮৭৫৬৪০
ইমেইল: info@amadermanchitra.news, amadermanchitrabd@gmail.com

Location Map
Copyright © 2012-2024
All rights reserved

design & developed by
corporate work