ঢাকা, বাংলাদেশ  |  বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪



  বিভাগ : বিনোদন তারিখ : ২৬-০১-২০১৯  


'সমকামিতা' নিয়ে ছবি করবেন করণ জোহর


  মানচিত্র ডেস্ক



মানচিত্র ডেস্ক: সমকামী নিয়ে সিনেমা তৈরি করতে চান বলিউডের জনপ্রিয় পরিচালক করণ জোহর। তার ইচ্ছার কথা জানালেন সুইজাল্যান্ডে ইন্ডিয়া টুডের ওয়ার্ল্ড ইকোনমি ফোরামে। ডাভোসে হওয়া এই ওপেন ফোরামে হার্দিক পাণ্ডিয়া-কে এল রাহুলের কফি উইথ করণ বিতর্ক থেকে সমকামি, সবকিছু নিয়েই মুখ খুললেন করণ জোহার।
এটা সকলেই জানেন যে করণ নিজেও একজন সমকামি সম্প্রদায়ভুক্ত। তিনি এ প্রসঙ্গে বলেন, ‘‌আমি ওয়ার্ল্ড ইকোনমির তিনটে ফোরামে যোগ দিয়েছি এবং তিনবারই সমকামি নিয়ে আমার প্রশ্নের সম্মুখীন হতে হয়েছে। আমার খুব প্রিয় সেসন এটা। সুপ্রিম কোর্টের ঐতিহাসিক যে রায়, যেখানে ৩৭৭ ধারাকে বাতিল করে দেওয়া হয়েছে, আমি তার জন্য খুব গর্ব অনুভব করি। এই রায় ভারতের সমকামী সম্প্রদায়কে নতুন করে বাঁচার আলো দেখিয়েছে। বৈধ হওয়ার যে অনুভূতি তা সত্যিই অন্যরকম। যখন তোমার দেশ তোমায় অবৈধ বলে, তখন এই অনুভূতিটা তোমায় খেয়ে ফেলে। আমার মনে হয় সুপ্রিম কোর্টের রায় বিচারব্যবস্থার ক্ষেত্রে সাহসী পদক্ষেপ। আমার মনে আছে আমি যখন সকালে এই রায়ের বিষয়ে সংবাদপত্রে পড়ছিলাম, আবেগে ভেসে গিয়েছিলাম।’‌
তিনি সমকামীদের জন্য যদি কিছু করতে চান তবে কী করবেন? ‌উত্তরে করণ তার নিজস্ব ভঙ্গিমাতে বলেন, ‘‌একজন সফল পরিচালক হিসাবে আমি এই বিষয়টার ওপর ছবি তৈরি করতে চাই। আমি সমকামী প্রেম নিয়ে ছবি তৈরি করতে ইচ্ছুক এবং ছবিতে কাজ করবেন বলিউডের শীর্ষ অভিনেতারা। যদিও এখনই মাথায় নির্দিষ্ট কোনও নাম আসছে না। তবে আমি অবশ্যই এটার ওপর সিনেমা করব।’‌
২০১৩ সালে করণ জোহার ‘‌আজীব দাস্তা হ্যয় ইয়ে ফর বম্বে টকিস’‌ বলে একটি ছবি পরিচালনা করেন। ছবিতে সমকামী প্রেম এবং তাদের বিবাহিত জীবন কেমন হয় তা দেখানো হয়েছিল। ছবিতে রণদীপ হুডা ও সাকিব সলিম সমকামী প্রেমিকের ভূমিকায় অভিনয় করেছিলেন। ছবিটি সমালোকদের কাছে প্রশংসিত হয়েছিল এবং দর্শকদেরও মনে ধরেছিল। 


 নিউজটি পড়া হয়েছে ১৬৭২ বার  






 

বিনোদন

আমির কেন বার বার প্রেমে পড়েন?

সুশান্ত রাজপুতের মৃত্যু রহস্য! অবসাদ? সম্পর্ক? না কি কেরিয়ার?

কী কারণে ভেঙে গিয়েছিল সালমান-ঐশ্বর্যর গদগদ প্রেম?

বিনোদন বিভাগের আরো খবর






সম্পাদকমণ্ডলীর সভাপতি:
আবদুল্লাহ আল হারুন
প্রধান সম্পাদক:
আসিফ হাসান নবী

সম্পাদক ও প্রকাশক:
মো. জিয়াউল হক
বিশেষ সংবাদদাতা:
র‌বিউল ইসলাম সো‌হেল

আমাদের মানচিত্র

ঠিকানা: দেওয়ান কমপ্লেক্স (৩য় তলা), ৬০/ই/১, পুরানা পল্টন, ঢাকা-১০০০
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
কক্ষ নং ১৪/সি, নোয়াখালি টাওয়ার (১৪ তলা), ৫৫-বি, পুরানা পল্টন, ঢাকা-১০০০

ফোন: ০১৯১৪-৭৩৫৮৫৮, ০১৯১৪-৮৭৫৬৪০
ইমেইল: info@amadermanchitra.news, amadermanchitrabd@gmail.com

Location Map
Copyright © 2012-2024
All rights reserved

design & developed by
corporate work